প্রাথমিক তথ্য
আমাদের গ্রামের নাম শ্রীরামপুর । এটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত । আমাদের গ্রামের পূর্বদিকে লক্ষীপুর , দক্ষিনে সাগরপুর, পশ্চিমে আঙ্গারপাড়া এবং পূর্বে ফুলবাড়ি গ্রাম । আমাদের গ্রামটি প্রাকৃতির অপরুপ সাজে সজ্জিত একটি গ্রাম । গ্রামের পূর্বদিকে বিশাল খাল , দক্ষিণে বাওড়, পশ্চিমে ও পূর্বে আছে বিস্তৃর্ণ সবুজ শ্যামল মাঠ । আমাদের গ্রামে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করে ।
আমাদের শ্রীরামপুর গ্রাম ঝিকরগাছা ইউনিয়নের অন্তর্গত । ওয়ার্ড নম্বর -০৩, এলাকা নম্বর-০২৫৮ । গ্রামের মোট জনসংখ্যা ৪৮৭৪ জন (২০১১সালের আদমশুমারী অনুযায়ী)। গ্রামের মোট ভোটার সংখ্যা ৩৬১৬ জন (২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী)। এরমধ্যে পুরুষ ভোটার ১৮২১ জন ও নারী ভোটার ১৭৯৫ জন।
গ্রামে ৮টি জামে মসজিদ ও ১ টি মন্দির আছে । এছাড়াও ২টি ঈদগাহ আছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল শ্রীরামপুর এডাস স্কুল, কয়েকটি ব্রাকের প্রজেক্ট ভিত্তিক প্রাথমিক শিক্ষা , শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, ছিরামপুর হাফেজি মাদ্রাসা । আমাদের গ্রামে প্রধান ২টি (স্কুল মাঠ ও মাদ্রাসা মাঠ) খেলার মাঠ আছে । শহিদ ও স্বাধীন বাংলাদেশের গঠনের নানান ঘটনার ইতিহাস স্বরণে তৈরি করা হয়েছে ১টি অভ্যুদয়। এছাড়া গ্রামে দৃষ্টি নন্দিত সুজালা সুফলা শস্য ক্ষেত, বাওড়, নির্জন ব্রাক ঘর, বিশাল খাল আছে । গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির এক প্রান্ত বুকভরা বাওড় ও অন্য প্রান্ত কপোতাক্ষ নদের সাথে মিলিত হয়েছে ।
আমাদের গ্রামের নাম শ্রীরামপুর । এটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত । আমাদের গ্রামের পূর্বদিকে লক্ষীপুর , দক্ষিনে সাগরপুর, পশ্চিমে আঙ্গারপাড়া এবং পূর্বে ফুলবাড়ি গ্রাম । আমাদের গ্রামটি প্রাকৃতির অপরুপ সাজে সজ্জিত একটি গ্রাম । গ্রামের পূর্বদিকে বিশাল খাল , দক্ষিণে বাওড়, পশ্চিমে ও পূর্বে আছে বিস্তৃর্ণ সবুজ শ্যামল মাঠ । আমাদের গ্রামে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করে ।
আমাদের শ্রীরামপুর গ্রাম ঝিকরগাছা ইউনিয়নের অন্তর্গত । ওয়ার্ড নম্বর -০৩, এলাকা নম্বর-০২৫৮ । গ্রামের মোট জনসংখ্যা ৪৮৭৪ জন (২০১১সালের আদমশুমারী অনুযায়ী)। গ্রামের মোট ভোটার সংখ্যা ৩৬১৬ জন (২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী)। এরমধ্যে পুরুষ ভোটার ১৮২১ জন ও নারী ভোটার ১৭৯৫ জন।
গ্রামে ৮টি জামে মসজিদ ও ১ টি মন্দির আছে । এছাড়াও ২টি ঈদগাহ আছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল শ্রীরামপুর এডাস স্কুল, কয়েকটি ব্রাকের প্রজেক্ট ভিত্তিক প্রাথমিক শিক্ষা , শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, ছিরামপুর হাফেজি মাদ্রাসা । আমাদের গ্রামে প্রধান ২টি (স্কুল মাঠ ও মাদ্রাসা মাঠ) খেলার মাঠ আছে । শহিদ ও স্বাধীন বাংলাদেশের গঠনের নানান ঘটনার ইতিহাস স্বরণে তৈরি করা হয়েছে ১টি অভ্যুদয়। এছাড়া গ্রামে দৃষ্টি নন্দিত সুজালা সুফলা শস্য ক্ষেত, বাওড়, নির্জন ব্রাক ঘর, বিশাল খাল আছে । গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির এক প্রান্ত বুকভরা বাওড় ও অন্য প্রান্ত কপোতাক্ষ নদের সাথে মিলিত হয়েছে ।
